২০২০ সালে ADV রেটিং বিশ্বের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলির একটি র্যাঙ্কিং প্রকাশ করে। ১০ জুন ২০২০ পর্যন্ত সম্পদ পরিচালকদের অধীনে AUM এর অধীনে র্যাঙ্কিং করা হয়েছে।সম্পদ অনুসারে শীর্ষ ১০ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রতিফলন করা হলো।
১। UBS ওয়েলথ ম্যানেজমেন্ট
UBS ওয়েলথ ম্যানেজমেন্ট 2.6$ ট্রিলিয়ন ডলার নিয়ে বর্তমান র্যাকিং তালিকায় এক নম্বরে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮৬ টি UBS এর শাখা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, UBS এর আর্থিক উপদেষ্টারা পরিকল্পনা,বিনিয়োগ,ব্যাকিং পরিষেবা এবং ব্যাক্তিভেদে ব্যাক্তিগত সম্পদ ব্যবস্থাপনার প্রস্তাব দেয়। কোম্পানি ও সংস্থার জন্যে UBS এর আর্থিক উপদেষ্টারা আর্থিক সুস্থতা,অবসর পরিকল্পনা পরিষেবা, ইক্যুইটি প্লান পরিষেবা,প্রাতিষ্ঠানিক পরামর্শ এবং কর্মক্ষেত্রে অন্তদৃষ্টিতে সাহায্য করে থাকে।
২। ক্রেডিট সুইস
UBS ওয়েলথ ম্যানেজমেন্ট এর মতো AUM এর আধীনে 1,25$ ট্রিলিয়ন ডলার নিয়ে ক্রেডিট সুইস র্যাঙ্কিং এর তালিকায় ২ নম্বরে অবস্থান করছে। ক্রেডিট সুইস ও একটি সুইস কোম্পানি। ক্রডিট সুইসে সম্পদ ব্যবস্থাপনার যে সমস্যা গুলোর সমাধান রয়েছে সেগুলো হলোঃ সম্পদ সংরক্ষণ,সঞ্চয় বা...