উষ্ণতার কারণে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কয়েক দশক ধরে বন উজাড় হওয়ার কারণে পরিবেশের ক্ষতি এমন পর্যায়ে চলে গেছে যে, পৃথিবীর পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। গাছ দিয়ে ঢেকে থাকা পৃথিবী এখন গাছের অভাবে জলবায়ু পরিবর্তনের কড়াল গ্রাসে ধরা দিয়েছে। গাছ কাটাই প্রাকৃতিক বিপর্যয়ের মূল এবং প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছ কমতে থাকায় দিনদিন জলবায়ু আরো বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে।
পৃথিবীর বায়ুমণ্ডল এ প্রতি বছর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে তার দুই তৃতীয়াংশ চুষে নেয় গাছ। পৃথিবীর চার পাশের বন কমতে থাকাই পৃথিবীর প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত ১০০ কোটি একর বন উজাড় হয়ে গাছে। যে পরিমান বন উজাড় হয়ে গাছে তার পুরটার আকার হবে লিবিয়ার সমান। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বছরে ১ কোটি হেক্তর বন উজার হয়েছে। কিন্তু যে পরিমানে গাছ কাটা হচ্ছে সে পরিমানে কি...