যে কোনো দেশের সরকারের আয়ের প্রাথমিক উৎস হল কর। অতএব, সরকার একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রদান করেন, যা টিআইএন বা (TIN) নামে পরিচিত। যা সরকারকে ট্যাক্স পেমেন্ট ট্র্যাক করার জন্য একজন ব্যক্তি বা কোম্পানিকে দেওয়া একটি আইডেন্টিফিকেশন নম্বর। বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবেদনকারীকে টিআইএন সার্টিফিকেট প্রদান করে থাকেন। এনবিআরে আবেদন করে কেউ ম্যানুয়ালি বা ইলেকট্রনিকভাবে বাংলাদেশে টিআইএন সার্টিফিকেট পেতে পারেন।
টিন সার্টিফিকেট কি?
বর্তমানে অনলাইনে টিন সার্টিফিকেট করা খুবই সহজ। আপনি চাকুরীজীবি, ব্যবসায়ী বা অন্য যে পেশাতেই থাকুন না কেন, টিন সার্টিফিকেট আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ। অনেকেই আমার কথায় অবাক হবেন। অনেকে হয়তো দ্বিমতও পোষণ করবেন। কিন্তু অবাক করার মত হলেও এটা সত্য যে, ইনকাম আছে এমন যে কোন ব্যক্তির জন্যই এই সার্টিফিকেট প্রযোজ্য।
আপনি দেশের একজন করদাতা এবং আপনার একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (Tax Identification number) আছে এ রকম একটি সনদকেই টিন সার্টিফিকেট (Tin certificate) বলা হয়।
টিন (TIN) এর পুণরূপ...