জাস্টিন ট্রুডো একজন বহুল আলোচিত কানাডিয়ান রাজনীতিবিদ। তিনি কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। জো ক্লার্কের পরেই তিনি কানাডার দ্বিতীয় কম বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের কার্যভার গ্রহণ করেছেন। ইতোমধ্যে তিনি বৈশ্বিক রাজনীতিতে নিজের সুচিন্তিত মতামত ব্যক্ত করে মানুষের কাছে হয়ে উঠেছেন অসম্ভব জনপ্রিয় ও আস্থার প্রতীক। রোহিঙ্গা ইস্যু, সিরিয়া ইস্যু সহ নানা ইস্যুতে তিনি হয়েছেন নির্ভীক এবং বাস্তুহারা মানুষের দিকে বাড়িয়ে দিয়েছেন সহমর্মিতার হাত।
তার পিতা পিয়ের ট্রুডোও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ব্যক্তিজীবনে একজন নিরহংকারী মানুষ। যিনি তার দেশের স্বার্থে সততার সঙ্গে কাজ করেন। জাস্টিন ট্রুডো যেমন একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করেন তেমনি তিনি তার চলার পথে দেখা হওয়া সাধারন মানুষের সাথে মিশেন, কথা বলেন, তাদের ইচ্ছার প্রাধান্য দিয়ে সেলফি তুলেন । তার মধ্যে এমন মহৎ গুণগুলো আছে বলে কানাডার প্রত্যেকটি মানুষ , কানাডার যুব সমাজ ,...